প্রফেসর মুহাম্মাদ ইউনুস

প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক-এর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে "শ্রদ্ধাঞ্জলী"

প্রফেসর মুহাম্মাদ ইউনুস

“প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক-এর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হবে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই স্মারকগ্রন্থটি প্রকাশিত হলে তার সম্পর্কে হয়তো আরো অজানা কথা জানা যাবে, বা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

একজন সরকারি কর্মকর্তা হয়েও কেবলমাত্র প্রবল আগ্রহ আর নিষ্ঠার দ্বারা তিনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ স্থাপন করে প্রমাণ করেছেন যে সদিচ্ছা আর ত্যাগ থাকলে দেশের জন্য বড় কোন অবদান রাখার ক্ষেত্রে কোন কিছুই বাধা হতে পারে না।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি যে মডেল সৃষ্টি করেছেন তা শুধু বাংলাদেশেই নয়, তৃতীয় বিশ্বের গ্রামীণ জনপদের জীবন-মান উন্নয়নে এক বৈপ্লবিক অবদান রেখেছে। তাঁর অকালপ্রয়াণ একজন স্বপ্নদ্রষ্টা ও কর্মবীরের গভীর শূন্যতা সৃষ্টি করেছে। এই শূন্যতা পূরণে আমাদের উদ্যোগ নিতে হবে।

একজন সৃষ্টিশীল কর্মবীর, দক্ষ সংগঠক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের প্রতি আমি তার অবদানের জন্য কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক স্মারকগ্রন্থ প্রকাশনার মহতী উদ্যোগ গ্রহণ করায় এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সাফল্য কামনা করছি।”